আসসালামু-আলাইকুম,
আর্বান একাডেমি একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান, যেখানে আমরা সর্বদা শিক্ষার্থীদের জন্য সহজতর এবং সাশ্রয়ী শিক্ষার সুযোগ তৈরি করার চেষ্টা করি। আমাদের কোর্স ফি তুলনামূলকভাবে কম রাখা হয়েছে, এবং কোর্স ফি কিস্তিতে পরিশোধ করারও সুযোগ রয়েছে।
এরপরও, যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল থাকেন এবং ফি প্রদান করতে অক্ষম হন, সেক্ষেত্রে Access to Education Scholarship (পূর্বে পরিচিত ‘পুওরফান্ড’)-এর জন্য আবেদন করতে পারেন। ইনশাআল্লাহ, আপনার বিষয়টি বিবেচনা করা হবে।
যে শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করবেন এবং আবেদন গ্রহণযোগ্য হলে, তাকে অবশ্যই সেই কোর্সের ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে। অন্যথায়, স্কলারশিপ সুবিধা বাতিল করা হতে পারে এবং সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।
সবগুলো তথ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য পূরন করতে হবে। অসম্পূর্ন আবেদন গ্রহনযোগ্য নয়। আপনার পুওর ফান্ডে আবেদনের বিষয়টি ইনশাআল্লাহ গোপন রাখা হবে।
নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করার এখন ই সময়। ক্যারিয়ারের প্রথম ধাপ সঠিক সিদ্ধান্তের সাথে!
Copyright © 2024 Urban Academy | Powered by: Urban Academy